-->
শিরোনাম
উত্তরের ৪ জেলায় সবজির বাম্পার ফলন

২ হাজার ৯ শ কোটি টাকার সম্ভাবনা

এনামুল হক রাঙ্গা, বগুড়া
২ হাজার ৯ শ কোটি টাকার সম্ভাবনা

এনামুল হক রাঙ্গা, বগুড়া: উত্তরবঙ্গের চার জেলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে এবার ২ হাজার ৯০০ কোটি ৬৬ লাখ ২৫ হাজার টাকার শীতকালীন সবজি উৎপাদন হয়েছে।

 

কৃষি কর্মকর্তারা ভোরের আকাশকে বলেন, এ বছর বগুড়ায় ১০ হাজার ৯৩৩ হেক্টর আবাদী জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৫০০ মেট্রিক টন সবজি পাওয়া যাবে। পাবনার ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৫ হাজার ১৫০ মেট্রিক টন সবজি।

 

সিরাজগঞ্জে ৮ হাজার ৮০০ হেক্টর জমি থেকে উৎপাদন হবে ১ লাখ ৮৫ হাজার ৬৮০ মেট্রিক টন সবজি। আর জয়পুরহাটে ৫ হাজার ৭০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এই জেলায় সবজির উৎপাদন হবে ১ লাখ ৩ হাজার ৯৩৫ মেট্রিক টন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, উত্তরের এই ৪ জেলার প্রতি মেট্রিক টন সবজির গড় দাম ধরা হয় প্রায় ২৫ হাজার টাকা। একই কথা বলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুর রহমান।

 

তাদের হিসাব অনুযায়ী পাবনায় উৎপাদন হয়েছে ১ হাজার ৪১২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার সবজি, সিরাজগঞ্জে ৪৬৪ কোটি ২০ লাখ, বগুড়ায় ৭৬৩ কোটি ৭৫ লাখ ও জয়পুরহাটে ২৫৯ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার সবজি।

 

উত্তরের এই চার জেলায় বেগুন, টমেটো, শীম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা, লাউ, চাল কুমড়া, মিস্টি কুমড়া, পটল, বরবটি, শসা, ক্ষিরা, ঝিঙা, গাঁজর, ঢ়েঁড়স, চিচিঙা, কাকরোল, করলা, লালশাক, পুইশাক, পালংশাক, ধনিয়াপাতা, সরিষা শাক, মুখিকচু, সজিনা, মেটেআলুসহ আরও অনেক সবজির আবাদ হয়েছে।

 

৪২ বছর ধরে সবজির ব্যবসা করে আসছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা জহুরুল ইসলাম। তিনি বলেন, বাজারে সবসময় সবজির দাম এক রকম থাকে না। কখনো বাড়ে আবার কখনো কমে। প্রতি কেজি সবজি গড়ে ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে কিছু সবজির দাম বেশি। শিগগিরই সেগুলোর দামও কমে যাবে। নতুন সবজি পুরোদমে সরবরাহ হলেই বাজার স্বাভাবিক হবে।

 

বগুড়ার সবজি ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, এ মৌসুমে সবজির আবাদ অনেক ভালো হয়েছে। উত্তরের চাহিদা মিটিয়ে এখানকার সবজি সারাদেশে সরবরাহ করা হয়। তিনি নিজেই দেশের দক্ষিনাঞ্চলে সবজি সরবরাহ করেন।শুধু এই ৪ জেলাতেই নয়, উত্তরের অন্যান্য জেলাগুলোতেও সবজির অনেক ভালো ফলন হয়েছে।

 

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মোতালেব হোসেন বলেন, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৭ হাজার ১৪১ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে ৪৫ হাজার হেক্টর জমিতে এবার সবজির আবাদ হয়েছে। এরমধ্যে নীলফামারিতে সবচেয়ে বেশি সবজির চাষ করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version