বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজত জয়ন্তী।
শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতিয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি’র সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও জীবন ধারা তুলে ধরেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এছাড়াও সন্ধ্যায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্টের আয়োজন রয়েছে। সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করবেন কন্ঠশিল্পী মমতাজ, হৃদয় খান, প্রীতম ও নাজমা সুইটি।
ভোরের আকাশ/আসা
মন্তব্য