আখাউড়ায় ট্রেনে গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
আখাউড়ায় ট্রেনে গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তঃনগর ট্রেন থেকে ৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে ২০ কেজি গাঁজাসহ ইব্রাহীম মিয়া (২১) নামের এক যুবককে রেলওয়ে পুলিশ আটক করে।

 

ঘটনার সূত্রে জানা যায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে নয়টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে তাকে আটক করা হয়।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার জানান, 'আমাদের কাছে পূর্বেই ইনফরমেশন ছিল যাত্রীবেশে ব্যাগে ভরে ঢাকায় গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে ট্রেন আখাউড়া যাত্রাবিরতির সময় তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। গাঁজাগুলো স্কুল ব্যাগ, হাতব্যাগ, কার্টুনে বিশেষ কায়দায় লুকানো ছিল'। আটক ইব্রাহীম ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায় আটককৃত মালামালসহ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য