মাগুরায় বিএনপির আহব্বায়ক ও সদস্য সচিবসহ ১৪ জন আটক

মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিএনপির আহব্বায়ক ও সদস্য সচিবসহ ১৪ জন আটক
ছবিতে আহব্বায়ক ও সদস্য সচিব

মাগুরা জেলা বিএনপির আহব্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার ভোর রাতে নিজ-নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে।

 

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে তিন টার দিকে পুলিশ শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির আাহবায়ক আলী আহমেদ ও প্রায় একই সময় শহরের স্টেডিয়ামপাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেনকে হোসেনকে পুলিশ আটক করেছে।

 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আক্তার হোসেনকে আটক করা হয়েছে। আলী আহমেদ ও আকতার হোসেনসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য