আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ কুচকাওয়াজ ও শুভেচ্ছা বিনিময় হয়।
মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই যৌথ 'রিট্রিট সেরিমনি'র আয়োজন করে।
এ সময় দু’পক্ষের মধ্যে মিষ্টি ও গাছ বিনিময় হয়।
বিকাল চারটার পর বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেয় বিজিবি।
ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয় গাছের চারা।
বিউগলের সুর আর বুটের শব্দে মুখর ছিল আখাউড়া স্থলবন্দর এলাকা। চৌকস বিজিবি ও বিএসএফ জওয়ানদের প্যারেডে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে সীমান্তের শূন্যরেখা।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দু'পাশে উপস্থিত ভারত-বাংলাদেশের হাজার হাজার মানুষ নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওয়ন কমান্ডার কর্ণেল কাজী শামীম, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ ১২০ ব্যাটালিয়নের অধিনায়ক রাখনেশ কুমার, লঙ্কামোড়া কম্পানি কমান্ডার বিনদ সিং।
ভোরের আকাশ/আসা
মন্তব্য