মাগুরায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মাগুরা সদরের কুলিয়া বাজারে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস অফিস।
স্থানীয়দের বরাত দিয়ে মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহাগুজ্জামান স্বপন জানান, সোমবার ভোরে বাজার মসজিদের মোয়াজ্জিন আজান দিতে এসে পাটের গুদামে আগুন লাগতে দেখে স্থানীয়দের খবর দেন।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসের খবর দিলে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্থানীয় পাট ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার প্রায় ৩৫০ মণ গুদামজাত করা পাট ও পাশের দোকানদার লাবু হাসানের একটি কসমেটিকসের দোকান ভস্মীভ‚ত হয়।
তিনি জানান, অগ্নিকান্ডে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের টিম সেখানে হাজির হওয়ায় আরো প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।
ভোরের আকাশ/নি
মন্তব্য