লক্ষীপুরের রামগতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন চরপোড়াগাছা ইউনিয়ন ১নং ওয়ার্ডের শাহাবউদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫) এবং চরআলগী ইউনিয়ন ১নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার হারুন বাজারের পূর্বপাশে হোসেন মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুুুই মোটরসাইকেলের দুই চালক নিহত হন। ঘন কুয়াশার কারণে কেউ কাউকে দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের একজন আলী আকবর ৩নং চরপোড়াগাছা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহত দুজনই সমবয়সী এবং একই এলাকায় বসবাস করত। দু’পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য