ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর গ্রামের কৃষক মো. শরীফ মিয়ার কাছ থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়।
এ বছর উপজেলায় কৃষকের কাছ থেকে ২২১ মেট্রিক টন ধান কেনা হবে। ২৮ টাকা কেজি দরে প্রতি মন ধানের মূল্য ১১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ জন কৃষক ১ থেকে ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের ধান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার।
ভোরের আকাশ/আসা
মন্তব্য