নরসিংদীর মনোহরদীতে এক কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দাইরাদী গ্রামের কৃষক জাকির হোসেনের বাড়িতে। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় সাড়ে ৪লাখ টাকা বলে জানায় ভুক্তভোগী কৃষক ।
জাকির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও ঘুমোতে যাবার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রেখে যান। ফযর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে তিনি দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। এর পরেই তার ডাক চিৎকারে এলাকার লোকজন তার বাড়িতে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোকে খোজে পায়নি। কান্নাজড়িত কন্ঠে জাকির হোসেন বলেন, আমি এখন নিঃস্ব হয়েগেছি। আমার গরুগুলোই সম্ভল ছিল।
এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,
গত তিন মাসে একই এলাকা থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। তাই এলাকার গরু লালন-পালন সাথে জড়িত সবাই এখন খুব আতংকে আছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দীন বলেন, গরু চুরি হওয়ার বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। তবে এধরণের ঘটনা ঘটে থাকলে স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করবো।
ভোরের আকাশ/নি
মন্তব্য