শেরপুরের ৬১টি ইটভাটার ৫৮ টিরই নেই অনুমোদন। আর এগুলোর কোনোটিরই নেই প্রশাসনের অনুমতি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এদিকে বুধবার শ্রীবরদী উপজেলার অবৈধ ৬ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে অভিযানে দুটি ইট ভাটা ভেঙে দেয়া হয়েছে। পাশাপাশি ৬টি ইট ভাটায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানে জনতা ব্রিকসকে ২ লাখ , মনিরা ব্রিকসকে ৩ লাখ, ফাতেমা ব্রিকস ৩ লাখ, আল আমিন ১ ও ২ (দুটি) ব্রিকসকে ৭ লাখ এবং একতা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আল আমিন ব্রিকস (১টি) ও ফাতেমা ব্রিকস ভেঙে দেওয়া হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সবগুলো ইটভাটা ফসলি জমিতে গড়ে ওঠেছে। পৌর শহরের মোবারকপুর ও কালিগঞ্জ দমদমা মহল্লায় প্রায় ১৩ টি ইট ভাটা দেদারসে চলছে। চরশেরপুর ইউনিয়নেও ৩ টি ইটভাটা গড়ে ওঠেছে ফসলি জমিতেই। আশেপাশে বাড়িঘরসহ রয়েছে স্কুল প্রতিষ্ঠান। এতে মারাÍক হুমকিতে অই এলাকার ফসল ও পরিবেশ। শ্রীবরদীর ঝিনিয়া ও খড়িয়া এলাকায় ভাটাগুলোও গড়ে ওঠেছে ফসলি জমিতেই। তাছাড়াও ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কয়লার পাশাপাশি কাঠখড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইটভাটার মালিক বলেন, আমরা পরিবেশের ছাড়পত্র নিতে চেয়েছি। কিন্তু সেখানে যেসব শর্ত আছে তাতে আমাদের ইটভাটা করার মতো ব্যবস্থা নেই।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ভোরের আকাশকে বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, জেলায় আরও অনেক অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ইতোমধ্যে জেলার অবৈধ ইটভাটা গুলো চিহ্নিত করা হয়েছে। নীতিমালা অনুসরণ করে অভিযানও শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য