বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন পিবিআইতে কর্মরত ময়মনসিংহের ভালুকার সালেহ ইমরান।
পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।
২০২২ সালের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরনের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক এই বিপিএম- সেবা পদকে ভূষিত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি হওয়া পৃথক জিও আদেশে এটি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ঢাকা জেলায় কর্মরত সালেহ ইমরান বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে গত ৩/১২/১৪ তারিখে যোগদান করেন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের মৃত আব্দুল খালেক ও ফাতেমা খাতুনের ২য় সন্তান তিনি।
এর আগে ২০২০ সালের পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদকে ভূষিত হয়েছিলেন তিনি।
ভোরের আকাশ/নি
মন্তব্য