রাজবাড়ীতে একটি ডিম বোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রায় ৩৬ হাজার ডিম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা সমমূল্যের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণিসম্পদ দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ডিম ব্যবসায়ী খোকন জানান, একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাজবাড়ী পশু হাসপাতালের সামনে পৌঁছালে চাকার স্টিক কেটে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা ১২শ কেস ডিম (৩৬ হাজার পিস) ভেঙে যায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
স্থানীয় খান মো. মাসুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে রাস্তায় এসে দেখা যায় ডিম বোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে ট্রাকের প্রায় সব ডিমই ভেঙ্গে ডিমের কুসুম পানির মতো স্রোত হয়ে ড্রেনে নামছে।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার একপাশ বন্ধ রাখা হয়েছে। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেয়া হবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ডিমের ক্ষতি হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য