মানিকগঞ্জের চাঞ্চল্যকর নবু প্রামানিক হত্যা মামলার পলাতক আসামি মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিলেন। গ্রেপ্তার মজিবর মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুলি গ্রামের বাসিন্দা।
র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন জানান, মজিবর ও নিহত নবু প্রামানিক একই গ্রামে বসবাস করতেন। ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মজিবরের চাচাতো শ্যালক বরকতের সঙ্গে নবু প্রামাণিকের ছেলে বাদশার বিরোধ বাধে। এরই জের ধরে মজিববের স্ত্রী জুলেখা ও নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এ সময় নবু প্রামাণিক তাদেরকে থামানোর চেষ্টা করে। মজিবর তার কয়েকজন সহযোগীসহ দেশীয় অস্ত্র দিয়ে নবুর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা নবুকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নবুর স্ত্রী নুর নাহার বাদী হয়ে ৭ জনকে আসামি করে ওই দিনই সদর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই মজিবর আত্মগোপনে চলে যায়।
গ্রেপ্তার অপর ৬ আসামি ১৯৯৯ সালে ৩ মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে আত্মগোপন করে। মামলার তদন্ত কর্মকর্তা এজাহারনামীয় আসামি মজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি প্রদান করেন।
পরে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে মজিবরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, আসামি মজিবরকে মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য