৫০০ কেজি মরা মুরগি জব্দ করল ভ্রাম্যমান আদালত

মাগুরা প্রতিনিধি
৫০০ কেজি মরা মুরগি জব্দ করল ভ্রাম্যমান আদালত
মাগুরা শহরের পুরাতন বাজারে এ মরা মুরগিগুলো জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

মাগুরায় বিক্রয়ের জন্য প্রস্তুত করার সময় প্রায় ৫০০ কেজি মরা মুরগি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

 

বুধবার সকালে মাগুরা শহরের পুরাতন বাজারে অবস্থিত রফিকুল ইসলাম নামের এক মুরগির ব্যবসায়ীর কাছ থেকে এ মুরগিগুলো জব্দ করা হয়।

 

মরা মুরগি জবাই করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা পৌর কর্তৃপক্ষ মুরগিগুলো জব্দ করে। এরপর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মরা মুরগিগুলো বিনষ্ট করার জন্য জব্দ করে নিয়ে যায়।

 

মুরগি জব্দের সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম পলাতক থাকায় তার ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তা অভি দাস।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য