রোটারী ক্লাব অব ফতুল্লার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রোটারী ক্লাব অব ফতুল্লার শীতবস্ত্র বিতরণ

রোটারী ক্লাব অব ফতুল্লার সভাপতি তোফায়েল আহমেদ সরকার ও প্রজেক্ট চেয়ার মোঃ জামাল উদ্দিন এর ব্যবস্থাপনায় শহরের বাবুরাইল আমবাগানে অবস্থিত রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলে শীতার্ত মানুষ ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শাল বিতরণ করেন।

 

প্রচন্ড শীত উপেক্ষা করে শতশত মানুষ এই শীত বস্ত্র নিতে স্কুল প্রাঙ্গণে আসেন। প্রজেক্ট চেয়ার জামাল উদ্দিন উপস্থিত সবাই ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান এবং সামান্য শীতবস্ত্র সবার হাতে তুলে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

 

তিনি ভবিষ্যতে আরো প্রজেক্ট করার ইচ্ছা প্রকাশ করেন।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপি কবির হোসেন, পিপি আসাদুজ্জামান আসাদ, পিপি শহিদুল আলম বাপ্পি, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামীম হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ সরকার প্রজেক্টে সম্পৃক্ত সকল সদস্যদের সাহায্য ও সহযোগিতা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য