বাউফলে মাদকসহ আটক ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে মাদকসহ আটক ২

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে সোমবার দুই বস্তা গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বিরপাশা গ্রামের শাকিল ও আমিরাবাদ গ্রামের লিমন।

গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুনের নেতৃত্বে মো. মিজানুর রহমান (তদন্ত), এসআই বাশার, প্রসেনজিৎ, এএসআই আবুয়াল, এএসআই মহিউদ্দিন, কনেস্টবল দুলাল, কনেস্টবল ফুয়াদ, কনেস্টবল মোস্তফা, ড্রাই কনেস্টবল ইন্দ্রজিৎ এর একটি দল অভিযান চালায়।

অভিযানে বগা ও কাছিপাড়া ৩টি লঞ্চ ঘাটে ভোরে ৩৫ কেজি গাঁজা সহ ওই ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশের টিম।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য