চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৪টি বসতঘর। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
সোমবার রাত সাড়ে ৩টায় রাঙ্গুনিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ সৈয়দ বাড়ী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আগুনের লাল শিখা দেখতে পেলে কাছে গিয়ে দেখা যায় বসতঘরে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় মো. নাছির, মো. আকতার হোসেন, মো. শওকত ও গিয়াস উদ্দিন মানিকের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, হঠাৎ অগ্নিকান্ডের খবর শোনে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য