চাঁপাইনবাবগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
শিবগঞ্জ থানার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজের উত্তর পাশের্^ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং ১টি মটরসাইকেলসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি দল।
আটককৃতরা হলেন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম গুলজারবাগ গ্রামের মো. দেলোয়ার হোসেন মিলন এবং আদারিয়াপাড়া গ্রামের মো. সুজন।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এইসব তথ্য জানায়। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে জানা যায়।
তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র্যাবের চৌকষ দলের তৎপরতায় অস্ত্র লেনদেনের সময় র্যাবের আভিযানিক দল কর্র্তৃক হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য