কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর শাসনগাছা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ ও চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের শামীম।

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাজেশ বড়ুয়া। সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে আলী হাসান রিয়াদকে আটক করি।

পরে তার দেয়া তথ্য মতে, তার সহযোগী শামীমকে একই এলাকা থেকে আটক করি। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য