মাগুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এলাছি খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা সদরের চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাছি খাতুন ওই ইউনিয়নের গোয়াল খালী গ্রামের মৃত লিয়াকত মোল্লার স্ত্রী।

 

এলাছি খাতুনের ভাইয়ের ছেলে খোকন হোসেন বলেন, সকালে বাড়ি থেকে ধান নিয়ে ভাঙানোর উদ্দেশ্যে নিশ্চিন্তপুর বাজারে যাচ্ছিলেন ফুফু এলাচি খাতুন। বাজারের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

 

এ সময় সে রাস্তার পাশে একটি গাছে সাথে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবল হযরত আলী জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য