শীতার্তদের পাশে পুলিশ-সাংবাদিক

বরগুনা প্রতিনিধি
শীতার্তদের পাশে পুলিশ-সাংবাদিক
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম টিটু

বরগুনায় ভবঘুরে, ছিন্নমূল ও অসচ্ছলসহ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ ও বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু।

 

রোববার রাত পৌনে ১২ টার দিকে শুরু করে বরগুনা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে অর্ধ শতাধিক শীতার্তকে কম্বল দিয়েছেন ওসি আলী আহম্মেদ। একইভাবে রাত ৯ টার দিকে শুরু করে বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুও অর্ধ শতাধিক শীতার্তকে শীতের জ্যাকেট দিয়েছেন।

 

পুলিশ ও সাংবাদিকদের দেওয়া এসব শীতবস্ত্র পেয়ে খুবই খুশী বরগুনা শহরের ভবঘুরে, ছিন্নমূল ও অসচ্ছল শীতার্ত মানুষ।

 

'কয়দিন ধইররা একছের শীত। গায় দেওয়ার লইজ্ঞা মোডা কাফুর চুপুর তেমন কিচ্চু নাই। একছের কষ্ট ওইতে আচেলে। মোডা কম্বল পাইয়া শীতে এহন আর কষ্ট অইবে না। '-কথাগুলো বলছিলেন বরগুনার টাউনহল এলাকার হাসিনা বেগম।

 

বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু বলেন, 'জেলার প্রবাসীদের সহায়তায় করোনার সময় অসহায় মানুষকে সহায়তা করা হয়েছে। প্রতি ঈদ-কোরবানিতে খাবার ও শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানরাও গরীব আসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসবেন এটাই কামনা করছি।’

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, 'এ অঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। রাস্তায় রাস্তয় যারা এই শীতের মধ্যে কষ্ট করছেন তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে আরও কাজ করব।'

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য