কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত ২

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন।

 

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন সূত্রে জানা গেছে, কায়সার হামিদ লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে এবং সায়দুল ইসলাম একই এলাকার নুরুল হুদার ছেলে। পেশায় তারা দুজনই বাস কাউন্টারের ম্যানেজার।

 

জানা গেছে, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে কায়সার হামিদ ও সায়েদুল ইসলামের তর্কাতর্কি হয়। এরপর সবাই যার যার মতো চলে যায়। তবে হঠাৎ অতর্কিত অবস্থায় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে জয়নাল, মুফিজ ও মিজান পালিয়ে যায়।

 

পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য