-->
শিরোনাম

হত্যা মামলার আসামী আখাউড়া ইমিগ্রেশন পুলিশের জালে

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া
হত্যা মামলার আসামী আখাউড়া ইমিগ্রেশন পুলিশের জালে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে হত্যা মামলার আসামী পালাতে গিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা এগারোটার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ে।

 

আসামী স্বপন মিয়া কুমিল্লা তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে হত্যা মামলার এজহারভুক্ত আসামী হওয়ায় বন্দরে কালো তালিকায় ছিলেন।

 

তার প্রকৃত বয়স ৩০ এর মতো হলেও পাসপোর্টে ১ জানুয়ারি ১৯৭২ (৫১ বছর) লিখা ছিল। স্বপন মিয়ার পাসপোর্ট প্রদানের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪ লিখা।

 

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারি ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক ভোরের আকাশকে বলেন, 'স্বপন মিয়ার বিষয়ে বন্দরে আগেই এলার্ট জারি ছিল। কুমিল্লার তিতাস থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

 

সকাল ১০.৪৫ মিনিটে পাসপোর্ট চেক করে তাকে আটক করে দুপুর ১২.২০ মিনিটে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version