তিলোত্তমা নারায়ণগঞ্জ এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
তিলোত্তমা নারায়ণগঞ্জ এর শীতবস্ত্র বিতরণ

মিসবাহুর মিল্লাত মাদ্রাসা, চর কাশিপুর শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা।

 

বিকাল ৪ টায় মাদ্রাসা কক্ষে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। 

 

প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন রোটারিয়ান আলেনূর বেগম চানবি। প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়ার তত্ত্বাবধানে ক্লাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

 

রহিমা শরীফ মায়া প্রজেক্ট চেয়ার এর এই সুন্দর এবং সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান ।

 

তিনি বলেন, প্রজেক্ট চেয়ার অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে তার প্রজেক্ট সম্পন্ন করেছেন এবং সবাইকে সাথে নিয়ে অত্যন্ত আনন্দময় পরিবেশে ছোট ছোট সোনামণিদের মাঝে শীত থেকে সুরক্ষার জন্য এই সুন্দর উপহার দিয়েছেন। আমি তাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট করবেন এই প্রত্যাশা করছি। প্রজেক্ট চেয়ার আলেনূর বেগম চানবি সবার সহযোগিতা ও প্রজেক্টে অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

প্রজেক্টে উপস্থিত ছিলেন রূমা সিরাজ, মুন্নি রহমান, জিসান সুরাইয়া, রিপা আক্তার,বিথী আক্তার,আয়েশা খান, সামছুন নাহার রিনা, সামিয়া ইসলামসহ অন্যান্য সদস্যরা।

 

প্রজেক্ট শেষে প্রজেক্ট চেয়ার সবাইকে পিঠা ও নানান খাবার পরিবেশন করেন। প্রেসিডেন্ট এই সুন্দর প্রজেক্ট ও আতিথেয়তা জন্য রোটারিয়ান চানবিকে ধন্যবাদ জানিয়ে প্রজেক্টের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য