ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নারী ক্রিকেটার আনুশকা আক্তার লিজা (১৮) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় তার দুই বন্ধু শাওন (২০) ও জুবায়ের আহমেদ (২০) গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে কাশিপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আনুশকার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম আবু জাহের। সে বরিশালে ফুফুর বাসায় থেকে লেখাপড়া করতেন।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মারা যাওয়া আনুশকার বন্ধুরা জানিয়েছেন সে বরিশাল জেলা ক্রিকেট টিমের খেলোয়াড়। ভালো ক্রিকেট খেলতে পারতো বলে বিভিন্ন সময় বরিশালের বাইরেও ম্যাচ খেলতে যেত।
পুলিশ আরও জানায়, আনুশকা তার দুই বন্ধু শাওন ও জুবায়ের আহমেদের সঙ্গে মোটরসাইকেলে কাশিপুরের দিক থেকে নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলেন। পথে সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
মোটরসাইকেল আরোহী তিন জনই গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আনুশকা আক্তার লিজা মারা যান। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাওন কাশিপুর বাজার এলাকার আবুল হোসেনের ছেলে এবং জুবায়ের আহমেদ মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা।
ভোরের আকাশ/নি
মন্তব্য