ভোলার চরফ্যাশনে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ মিনারা বেগম ও তামান্না বেগম নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের তাদের নিজের বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিনারা বেগম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা শাশুড়ি-বউ।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত দুই নারীকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য