যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বড় বিলশলিয়া গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মৃত যুবকের নাম আশরাফুল ইসলাম (২৬)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।

 

মৃতের পরিবারের বরাতে ওসি জানান, স্ত্রী আর ছোট এক সন্তান নিয়ে বড় বিলশলিয়া গ্রামে বসবাস করতেন আশরাফ।

 

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভোরের আকাশ/নি

মন্তব্য