বাসের ধাক্কায় যুবক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাসের ধাক্কায় যুবক নিহত

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় দীপঙ্কর দেবনাথ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গজারিয়ার বাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দীপঙ্কর মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকার শংকর দেবনাথের ছেলে।

 

নিহতের বন্ধু আব্দুস সালাম বলেন, দীপঙ্কর দেবনাথ বাটেশ্বর নামক এলাকায় শের বাংলা ফ্যাক্টরিতে চাকরি করেন। রাত্রিকালীন ডিউটি শেষে সকালে বাসায় ফিরছিলেন।তখন রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল ১০টায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য