ফুলবাড়ীতে ফের অগ্নিকান্ড: জনমনে আতঙ্ক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে ফের অগ্নিকান্ড: জনমনে আতঙ্ক
দিনাজপুরের ফুলবাড়ী বুন্দিপাড়া গ্রামে রোববার রাতে মজনু মিয়ার খড়ের গাদার আগুন নেভাতে কাজ করে দমকল কর্মীরা

২০২২ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে একটানা ৪ রাতে ৭টি ছোট-বড় খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় তৎকালিন এক যুবককে আটকও করেছিল থানা পুলিশ। বছর না ঘুরতেই যেনো সে ঘটনার পুনরাবৃত্তি। ফের হঠাৎ শোরগোল, ‘আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও’। ঘটনাটি রোববার রাত ১টার।

 

সেসময় উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বুন্দিপাড়া গ্রামে মজনু মিয়া নামের এক ব্যক্তির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক দেখা দেয়। জানা যায়, ২০২২ সালে ওই গ্রামে একটানা ৪ রাতে ৭টি ছোট-বড় খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছিল পুলিশ। এই আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন আতঙ্ক। এ ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছেন শিশু ও নারীসহ এলাকাবাসী।

 

বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা মিমি আফরিন বলেন, রোববার রাত ১টায় আগুন দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিস ডাকা হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্রামবাসী আলামিন ইসলাম, আরিফুল ইসলাম ও ছিদ্দিক মন্ডল বলেন, গত বছরের মতো এবারো শুরু হয়েছে খড়ের গাদায় আগুন দেয়া। গত বছর ওই ঘটনায় একজনকে পুলিশ আটক করে।

 

এ বছর ফের শুরু হয়েছে। একদিকে যেমন জানমাল ক্ষতি, অন্যদিকে আতঙ্ক। এলাকার নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনি তৎপরতা বাড়ানো উচিত।

 

ক্ষতিগ্রস্ত মজনু মিয়া বলেন, বাড়ির গরুর খাবারের জন্য বাড়ির আঙ্গিনায় ২০ বিঘা মাটির ধানের খড় পালা দিয়ে রেখেছিলাম। গত বছর আমার বড় ভাইয়ের খড়ের গাদাসহ বেশ কয়েকটা খড়ের গাদায় আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। এবার সজাগ থাকা সত্তেও, রক্ষা করতে পারলাম না।

 

এভাবে যদি প্রতি বছর অগ্নি ঘটনা ঘটে তবে তো আমরা নিরাপত্তাহীন। আজ খড়ের গাদায় আগুন দিচ্ছে, একদিন তো বাড়িতে দিবে। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছি। এ এলাকায় গত বছরেও বেশ কিছু খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, গত বছর পরপর অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করা হয়। এরপর থেকেই অগ্নিসংযোগের ঘটনা বন্ধ হয়। কিন্তু রোববার রাতে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে গত বছর আটক সেই যুবকই আবারো এ ঘটনা সংঘটিত করছে। সে যুবক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য