ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনা: আহত ৯

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনা: আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৯ যাত্রী আহত হয়েছে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পালকি পরিবহন নামের একটি বাস উপজেলার আশুরাইল গ্রামে আসলে বিপরীত দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা লাখাইগামী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়।

 

আহত যাত্রীদের স্থানীয় লোকজন দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাসটিকে আটকের কথা জানান, তবে বাসের ড্রাইভার পালিয়ে গেছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য