ভালুকা থানায় এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা থানায় এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক উপ পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার বেলা ১১ টার দিকে ভালুকা মডেল থানার দ্বিতীয় তলা থেকে ওই এসআইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভ‚ঞা,অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, ডিবির ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

নিহত এসআইয়ের নাম হুমায়ন কবীর (৪২)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মালাউড়ি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১০ টারদিকে ভালুকা মডেল থানার দ্বিতীয়তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যাকরেন। পরে থানা পুলিশের অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের বলেন, হুমায়ন কবির ২০০০ সালে কন্সটেবল পদে পুলিশে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে উপসহকারী পুলিশ পদে যোগ দিয়ে ভালুকা মডেল থানায় চাকরি করেন।

 

কিছুদিন চাকরির পর অন্যত্র বদলী হন তিনি। পরবর্তিতে আবার পদোন্নতি পেয়ে ছয় মাস আগে ভালুকা মডেল থানায় যোগদান করেন।

 

ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, হুমায়ুন কবির দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সব শেষ ২৮ দিনের ছুটি শেষে গত মাসের ৭ তারিখে তিনি এই থানায় যোগদান করেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য