-->

কক্সবাজার সৈকতে ভেসে আসা মৃত ডলফিন দুর্গন্ধ ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার সৈকতে ভেসে আসা মৃত ডলফিন দুর্গন্ধ ছড়াচ্ছে

কক্সবাজার সমুদ্রসৈকতের উখিয়ার সফিরবিল এলাকায় একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

 

বুধবার সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একদল বিজ্ঞানী।

 

স্থানীয়রা জানান, ১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে এবং সেই থেকে ডলফিনটি সফিরবিল সৈকতে পড়ে রয়েছে।

 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নেই।

 

বিজ্ঞানীদের ধারণা, বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটি মারা গিয়ে উপক‚লে ভেসে আসে।

 

মৃত ডলফিনটি ইরাবতী ডলফিন বলে জানিয়ে বেলাল হায়দার বলেন, লেজ ব্যতীত ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুট এবং ব্যাস পাঁচ ফুট দুই ইঞ্চি।

 

তিনি জানান, ডলফিনটির শরীরে পচন ধরার কারণে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়ানোয় এটিকে দ্রæত মাটিচাপা দিতে বন বিভাগের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহব্বান জানান তিনি।

 

সম্প্রতি ইরাবতী ডলফিনের ১০ থেকে ১৫টির একটি দলকে কক্সবাজার সমুদ্রসৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিল কি না তা পরিষ্কার নয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version