ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাতনামা (৩৫) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সরাইল খাটিহাতা থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরাইলের বিশ্বরোড থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান খড়িয়ালা এলাকা অতিক্রম করছিল।
এ সময় এক নারী রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে পরে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিচয় জানা যায়নি। তার নাম পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/নি
মন্তব্য