ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার (২০) নামে একজনের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাতের রগ ও গলা কাটা অবস্থায় ছিল।
বৃহস্পতিবার সকাল ৮ টায় মধুখালী থানাধীন রায়পুর ইউনিয়নের বকশিপুর গ্রামের সাতগাবিয়া পানি উন্নয়ন প্রকল্প অফিসের পূর্ব পাশে ইট বিছানো রাস্তার উত্তর পাশে পরে থাকা লাশ উদ্ধার করা হয়।
নিহত নয়ন সরদার মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের লুৎফর সরদারের ছেলে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আব্দুল্লাহ বিন কালাম ঘটনাস্থলে পরিদর্শন করেন।
মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেল অনুমানিক ৪ ঘটিকার সময় তার ব্যবহৃত অটোভ্যান নিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। রাত অনেক হলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসায় তার বাড়ির লোকজন ভিকটিমকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে সকাল অনুমানিক ৮ ঘটিকার সময় রাস্তায় চলাচলকারী লোকজন রাস্তার পাশে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মধুখালী থানায় সংবাদ দেয়। মধুখালী থানার এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
দুর্বৃত্তরা তার ব্যবহৃত অটোভ্যান নিয়ে চলে যায়। পরে সিআইডি ক্রাইমসিন ফরিদপুর কে সংবাদ দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম পরিচালনা করেন।
ভোরের আকাশ/নি
মন্তব্য