-->

চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

 

শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সিপুর সীমান্তের ৯২নং পিলারের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মুন্সিপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণ চোরাচালান ভারতে পাচার হবে।

 

এমন সংবাদে মুন্সিপুর ক্যাম্পের নায়ক সুবেদার আলাউদ্দিন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিপুর সীমান্তে ৯২নং মেইন পিলারের কাছে অবস্থান নেয়। এ সময় এক চোরাকারবারিকে দেখে চ্যালেঞ্জ করলে সে তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।

 

পরে সীমান্তের ৯২/১০ মেইন পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ৩টি সাদাকালো স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

 

যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version