হরিরামপুরে ইট ভাঙার মেশিন উল্টে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
হরিরামপুরে ইট ভাঙার মেশিন উল্টে নিহত ১

মানিকগঞ্জের হরিরামপুরে ইটভাঙা মেশিন উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া বাজার আঞ্চলিক সড়কের নেপাল হালদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিক হেলাল মোল্লা (৫৬) উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে।

 

আহতরা হলেন চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের আহসান দেওয়ানের ছেলে মো. ইউসুফ (৩৮), বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের সাইদুরের ছেলে রাব্বি (২৭) আব্দুল হাসেমের ছেলে মো. ফরিদ (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ইটভাঙার মেশিন নিয়ে পিপুলিয়া যাওয়ার পথে আন্ধারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শ্রমিক হেলাল মোল্লাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শামিম মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হেলাল মোল্লা মারা গেছেন। শরীরে কোনো ক্ষত না থাকলেও মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ায় তার মৃত্যু হতে পারে বলে জানান এই চিকিৎসক।

 

দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা হরিরামপুর থানার এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইটভাঙা মেশিন উল্টে হেলাল মোল্লা নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ছাড়াও দুর্ঘটনাকবলিত অবৈধ ইটভাঙার মেশিন জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য