নান্দাইলে সাবেক ইউপি সদস্যের মাটিচাপা মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে সাবেক ইউপি সদস্যের মাটিচাপা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে মাটিচাপা অবস্থায় আবু সাঈদ (৫২) নামের ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুস সাত্তারের পানের বরজের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আবু সাঈদ একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছানুয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি মৃত ছফির উদ্দিনের পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আবু সাঈদ খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। সন্ধ্যা হলে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আবু সাঈদকে খোঁজাখুজি শুরু করেন। রাত ৯ টার দিকে পাশ্ববর্তী বেলতৈল গ্রামের আব্দুর সাত্তারের পানের বরজের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাঈদের মোবাইল ফোনে কল দিলে সেখানে বেজে উঠে।

 

পানের বরজের পাশে খোঁজাখুঁজি করলে সেখানে ড্রেনের মধ্যে মাথার দিকে অর্ধেক শরীর মাটিচাপা অবস্থায় দেখতে পান তারা। মৃতদেহে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন শরীফ বলেন, রাতের বেলায় আব্দুস সাত্তারের পানের খেতের পাশে আবু সাঈদের পরিবারের লোকজনের চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে দেখি মাটি চাপা অবস্থায় মরদেহ পরে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু বলেন, আবু সাঈদ আমার পরিষদের সাবেক সদস্য ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, কারো সাথে শত্রুতা আছে কিনা জানা নেই। নির্মমভাবে একজন সাবেক ইউপি সদস্যকে হত্যা করা সত্যিই হতাশাজনক।

 

নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে মাটির নিচে চাপা অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য