সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর ইউনিয়নের চালা গ্রামের খলিলের স্ত্রী করুনা খাতুন ও তার ছোট ছেলে তারিকুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যানের আরেক যাত্রী ও ভ্যানচালক।
এদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
তবে চালক ও হেলপার পালিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/নি
মন্তব্য