হিলিতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (১৬) নামের একজন নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলার সাতকুরি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ হোসেন উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

 

সে গোহাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করে।

 

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, সকালে উপজেলার সাতকুরি রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

 

লাশ পরিবারের সম্মতিতে হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য