শ্রীপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

মাগুরায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭৬ হাজার ১শ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বরালদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত ব্যবসায়ী মো. বকুল খানকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকুল খান বরালদাহ গ্রামের মৃত জোমশের আলী খানের ছেলে।

 

হাসপাতালে ভর্তি বকুল খান জানান, তার ব্যবসায়িক পার্টনার আলম খান শনিবার মাগুরা সদরের রামনগর হাটে গরু বিক্রি করে। গরু বিক্রির ৫০ হাজার টাকা রাতে বরালদাহ বাজারে তার কাছে রাখার জন্য দেন।

 

এ সময় তার কাছে ছিল আরো ২৬ হাজার ১০০ টাকা। রাতের ৭৬ হাজার ১শ টাকা নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে বাড়ির অদূরে গোরস্থান এলাকায় পৌঁছালে ছয়জন ব্যক্তি তার পথ রোধ করে তার মুখ বেঁধে ফেলে।

 

এ সময় ওই ছয়জন তার মুখ বেঁধে একটি ভ্যানযোগ তাকে নিয়ে স্থানীয় ঝুমকর বিলে নিয়ে তার ওপর নির্যাতন করে হাত-পা বেঁধে ফেলে রেখে টাকা নিয়ে চলে যায়।

 

ভোর ৫টার দিকে এক মসজিদের ইমাম ওই পথে যাওয়ার সময় তার আর্তনাদের শব্দ শুনতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

 

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

 

শ্রীপুর থানার ওসি জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবার থানায় একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য