-->

নাচোলে ২ দিনের ব্যবধানে একই স্থানে আবারো সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নাচোলে ২ দিনের ব্যবধানে একই স্থানে আবারো সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-আমনুরা সড়কে ২ দিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় পিকআপ-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরবাইকে আগুন লেগে যায়।

 

মোটরবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

আজ সকাল ৭টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর আমনুরামুখী সড়কে মোটরবাইকের সাথে নাচোলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মোটরবাইক চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর হাট গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) গুরুতর আহত অবস্থায় নাচোল হাসপাতালে ভর্তি করে।

 

কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, পিকআপ ও মোটরবাইক জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পিকআপ ভ্যানের কাউকে আটক করা যায়নি।

 

তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version