বরগুনায় বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার

বরগুনা প্রতিনিধি
বরগুনায় বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার

বরগুনা তালতলীর টেংরাগিরি বনে বন্যপ্রাণি পাচারকারীর এক সদস্যের ফেলে যাওয়া ব্যাগের মধ্য থেকে বিরল বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার করা হয়েছে।

 

তবে ওই পাচারকারীকে ধরতে পারেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাগসহ তক্ষকটি উদ্ধার করে কোস্টগার্ড।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, টেংরাগিরি বনের মধ্যে ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এক ব্যক্তি।

 

পরে ওই ব্যক্তিকে ডাক দিলে তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি তক্ষক পাওয়া যায়।

 

পরে ওই তক্ষকটি বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে টেংরাগিরি বনে অভিমুক্ত করা হয়।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ওই ব্যক্তি বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য