কবিরহাটে মাদকসহ সিএনজিচালক আটক

নোয়াখালী প্রতিনিধি
কবিরহাটে মাদকসহ সিএনজিচালক আটক

নোয়াখালীর কবিরহাট থেকে ২৩০ বোতল স্পিরিটসহ মো. সবুজ নামে এক সিএনজিচালককে আটক করা হয়েছে।

 

আটককৃত মো. সবুজ (৩৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

 

বুধবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার ব্রিটিশ সাহেবের বাড়ির দরজায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে।

 

তাৎক্ষণিক সিএনজিতে থাকা মাদক কারবারি বাটু পুলিশ দেখে পালিয়ে যায়। ওই সময় সিএনজি তল্লাশি করে ২৩০ বোতল স্পিরিট জব্দ করা হয়।

 

কবিরহাট থানার (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত।

 

জব্দকৃত স্পিরিটের মূল্য ৬৯ হাজার টাকা।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য