বাগেরহাটের রামপালে নদীতে ভাসমান অবস্থায় চল্লিশোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ঘষিয়াখালী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরণে ছিল খয়েরি রঙের ফুল হাতা গেঞ্জি ও ফুল প্যান্ট।
রামপাল থানার ওসি মো. শামসুউদ্দিন বলেন, বুধবার দুপুরে স্থানীয়রা রামপাল উপজেলার রমজাইপুর এলাকার ঘষিয়াখালী নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য