সমিতির ১৬ কোটি টাকা আত্মসাৎ: অটোরিকশার চালকদের মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সমিতির ১৬ কোটি টাকা আত্মসাৎ: অটোরিকশার চালকদের মানববন্ধন
রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার চালকরা বুধবার মানববন্ধন করেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর-ইসলামপুর সিএনজি অটোরিকশা সমিতির সাবেক সভাপতি আবদুল কাদের চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সিএনজি অটোরিকশার চালকরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়ার পাশাপাশি মানববন্ধন করেছেন।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া রাজানগর-ইসলামপুর সিএনজি অটোরিকশা সমিতির ‘১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চাই, দুর্নীতিমুক্ত সমিতি চাই, ১৭ কোটি টাকার অডিট চাই’ লেখা ব্যানারে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সিএনজি অটোরিকশা চালকরা।

 

এর আগেও সোমবার উপজেলার রানীরহাট বাজারে আরো একটি মানববন্ধন করেন চালকরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৪ বছরে সমিতির ১৬ কোটি টাকার আয়-ব্যয়ের কোনো হিসাব সাধারণ সিএনজি চালকদের দেয়া হয়নি। অন্যদিকে সমিতির সদস্যরা এসব টাকার হিসাব চাইলে আত্মসাৎকারীরা সমিতির অফিসে নিয়ে গিয়ে সাধারণ সিএনজি চালকদের হুমকি প্রদান করেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে উল্টো জরিমানা আদায় করেন।

 

আরো জানা যায়, সাধারণ সিএনজি চালকরা স্থানীয় আওয়ামী লীগের গণ্যমান্য নেতাদের বিষয়টি অবহিত করলে তারা সিএনজি চালকদের টাকা ও লেনদেনের হিসাব বুঝিয়ে দিতে বললে উল্টো হিসাবের বিষয়ে বাড়াবাড়ি করলে সিএনজি চালকদের চাঁদাবাজির মামলা দেয়ারও হুমকি প্রদর্শন করেন আত্মসাৎকারীরা।

 

সিএনজি চালকরা আরো অভিযোগ করে বলেন, সমিতির সদস্য হওয়া প্রায় ৭০০ সিএনজি অটোরিকশার বাইরে আরো প্রায় ৫০০ সিএনজি অটোরিকশা আছে। ওই সিএনজি অটোরিকশাগুলো থেকে প্রতি মাসে ৫০০ টাকা হারে চাঁদা নেয়া হয়। সেই টাকার হিসাবও নেই। চালকদের কাছ থেকে প্রতি মাসে ৫০ টাকা করে চাঁদা নেয়া হয়; সেই টাকারও হিসাব নেই।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, টাকা আত্মসাতের বিষয়ে আমার কাছে ভুক্তভোগী সিএনজি চালকরা লিখিত অভিযোগ দিয়েছেন।

 

বিষয়টি তদন্তপূর্বক সমঝোতা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানার ওসি ও সমবায় অফিসারকে বলেছি।

 

হয়তো তারা সামনের শনিবার বসে বিষয়টি মিটমাট করে নিবেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য