টাঙ্গাইলে স্কুলছাত্র খুন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্কুলছাত্র খুন

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলছাত্রকে গলাকেটে হত্যার পর অটোভ্যান ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

 

বুধবার রাত ৯টার দিকে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত মো. জাহিদ হোসেন পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলার বলারামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সুজন মিয়ার ছেলে এবং জাহিদ বলারামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, লেখাপড়ার পাশাপাশি জাহিদ হোসেন অভাবের সংসারে হাল ধরে।

 

বুধবার সে তার বিদ্যালয়ে ক্লাশ শেষ করে বিকালে তার বাবার অটোভ্যানটি নিয়ে ঘাটাইল উপজেলার পাঁচটিকরী বাজারের দিকে বের হয়।

 

বাজারে আসার পর কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

এ ঘটনায় থানা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

ভূঞাপুর উপজেলার বলারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন তালুকদার বলেন, ছেলেটি মেধাবী ছাত্র ছিল।

 

এ মর্মান্তিক ঘটনাটি শুনে আমি হতবাক। বুধবার যথারীতি ক্লাশ করেছে সে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য