রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
বুধবার সকালে নগরীর উপকণ্ঠ কাটাখালি পৌরসভা এলাকার মোসলেমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ও যাত্রী নিহত হন। ঘটনার পর অটোরিকশা ফেলে পালিয়েছে চালক।
বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম।
নিহতরা হলেন পবা উপজেলার কিশমত কুখন্ডি এলাকার মৃত আসমত আলীর ছেলে ভ্যানচালক হায়াত আলী। বাঘা উপজেলার আড়ানি জামনগর এলাকার রিনা বেগম।
ওসি জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালির মোসলেমের মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানে থাকা চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান। অন্যদিকে অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
মৃতদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য