চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় অনেকের হাতে মধুমতি এনজিও ও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবি সম্বলিত প্ল্যাকার্ড লক্ষ্য করা গেছে।
অংশগ্রহণকারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানির শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবি জানান।
এমিন নামের একজন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
প্রসঙ্গত; গত বছরের ১৭ নভেম্বর মধুমতি এনজিও পরিচালক মাসুদ রানা অস্ত্রসহ গোমস্তাপুরে গ্রেপ্তারের পর গ্রাহকদের আমানতের প্রায় কোটি টাকা উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়। এর কয়েক মাস আগে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এ এনজিওটির সমবায় কার্যালয় থেকে পাওনা নিবন্ধন বাতিল করা হয়।
ভোরের আকাশ/আসা
মন্তব্য