ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কেটে মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশন এলাকায় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সাথে গত তিন মাস আগে বিয়ে হয়। ঘটনার দিন সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হয়।
এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে মারা গেছে তা জানা যায়নি।
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তাই মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবেন।
ভোরের আকাশ/নি
মন্তব্য