-->
শিরোনাম

সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আবুল কাশেম ,জামালপুর
সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে স্বাধীন মিয়া (২৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে নদীর কচুরিপানায় মরদেহটি পাওয়া যায়।

 

নিহত স্বাধীন উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া (খানবাড়ি) গ্রামের মৃত আব্দুল জলিল খানের ছেলে। তিনি এককন্যা সন্তানের জনক ছিলেন।ধারণা করা হচ্ছে,রাতের কোনো একসময় অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে রেখে যায় অজ্ঞাত চক্র।

 

জানা যায়,মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে স্বাধীন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯.১৫ টায় সর্বশেষ তিনি ভাতিজা রাসেলের সাথে মুঠোফোনে কথা বলেন। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে ভোর হওয়ার পর সবাই দেখতে পান যে,স্বাধীন বাড়ি ফিরেননি।

 

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন বয়ড়া ব্রিজের নিচে গিয়ে তার মরদেহ দেখতে পান।

 

নিহতের বড়ভাই খলিলুর রহমান বলেন, এইচএসসি পাশ করা স্বাধীন অভাবের কারণে অটোরিকশা চালাতেন। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে গেছে।

 

তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না।

 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন,নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version